January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 30th, 2022, 7:40 pm

সব ম্যাচ হারলেও বাংলাদেশ পাবেন ৭০ লাখ

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র দুই সপ্তাহ বাকি। ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় বসবে বিশ্বকাপের আসর। বাংলাদেশ এবার সরাসরি সুপার টুয়েলভে খেলবে। এ উপলক্ষে অনেকটা ভাঙাচোরা দল গঠন করেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগমুহূর্তে চলছে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা। অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এই বিশ্বকাপ তাদের লক্ষ্য নয়। তাদের মূল লক্ষ্য হলো দুই বছর পরের বিশ্বকাপ। বিসিবি সভাপতির এই বক্তব্যে অনেকটাই চাপমুক্ত টিম টাইগার। সব ম্যাচ হেরে গেলেও সমস্যা নেই। বরং সরাসরি সুপার টুয়েলভে ওঠার আর্থিক ফায়দাও আছে। শুক্রবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মোট ৫.৬ মিলিয়ন ডলারের পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৬ কোটি টাকা। এতে বাংলাদেশেরও লাভ আছে। কোনো ম্যাচ না জিতলেও বাংলাদেশ পাবে ৭০ লক্ষ টাকা পুরস্কার! সুপার টুয়েলভে সরাসরি খেলা ৮ দল প্রত্যেকে পাবে ৭০ লাখ টাকা করে। চ্যাম্পিয়ন দল পাবে ১৬ কোটি টাকা। রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক, অর্থাৎ ৮ কোটি টাকা। সেমিফাইনালে ওঠা দলগুলো পাবে ৪ কোটি টাকা করে। আর প্রতি ম্যাচ জয়ে সুপার টুয়েলভ পর্বের দলগুলো পাবে ৪০ লাখ টাকা করে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে মূলপর্বে এখন পর্যন্ত মাত্র ১টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এবার কি জোড়াতালি দেওয়া দল নিয়ে সংখ্যাটা বাড়ানো সম্ভব?