January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 4th, 2021, 5:28 pm

‘সমকামী’ চরিত্রে নানি

অনলাইন ডেস্ক :

তেলেগু সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা ঘান্টা নবীন বাবু। তবে নানি নামেই সকলের কাছে পরিচিত তিনি। অভিনয় দক্ষতা দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। তার পরবর্তী সিনেমা ‘আন্তে সুন্দরানিকি’। এতে প্রথমবারের মতো সামকামী চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা। এ সিনেমার ইউনিটের এক সদস্য তেলেগু বুলেটিনকে বলেনÑ‘সিনেমাটিতে নানি সমকামী চরিত্রে অভিনয় করবেন। খুবই স্পর্শকার বিষয় নিয়ে গড়ে উঠেছে গল্প। যাতে নানিকে নতুন রূপে দেখতে পাবেন দর্শক। নানির চরিত্রকে ঘিরে মজার ঘটনা ঘটতে থাকবে, যা চলচ্চিত্রটির অন্যতম আকর্ষণ।’ বিবেক আথ্রেয়া পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন নাজরিয়া নাজিম। এর মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী। এছাড়াও অভিনয় করছেন হর্ষা বর্ধান, সুহাস প্রমুখ। নানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাক জগদীশ’। গত ১০ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। মুক্তির পর দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন এই অভিনেতা। কিছুদিন আগে ‘শ্যাম সিং রায়’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সুপার ন্যাচারাল-থ্রিলার ঘরানার এ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। খুব শিগগির মুক্তি পাবে এটি।