July 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 28th, 2025, 5:58 pm

সমস্যায় জর্জরিত ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স

ডামুড্যা (শরিয়তপুর)প্রতিনিধি: নুরুল ইসলাম খোকন

ডামুড্যা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সমস্যা নানা ধরনের ২৭ইজুলাই রোজ রবি বার সরে জমিনে গিয়ে দেখা যায় এখানে প্রয়োজনীয় ডাক্তার নার্স সংকট রয়েছে এছাড়া এক্স-রে  ,ইসিজি,আল্ট্রাস্নোগ্রাম  মেশিন ও প্রয়োজনীয় ওষুধ নেই । উপজেলা দূর্র দুরান্ত থেকে আসা রোগীরা সময় মত চিকিৎস্যা সেবা না পাওয়ায় অনেকেই মৃত্যুর কোলে  ডোলে পরার অভিযোগ রয়েছে । এইদিকে ঢাকা- ডামুড্যা আ ঞ্চলিক  মহাসড়কের ও অন্যান্য স্থানের দূর্ঘটনায় আহতদের দ্রুত্ব উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল আনলেও

পাওয়া যায় না কোন সার্জারী ডাক্তার, ডাক্তার থাকলে দেয় না কোন চিকিৎসা সেবা রোগীকে প্রেরন করা হয় জেলা সদর হাসপাতালে ,অদ্যাবধি ট্রমা সেন্টার নেই ।এছাড়া  উপজেলার ৭টি ইউনিয়নের সাব-সেন্টারে ১জন করে ডাক্তার থাকার কথা কিন্তু সেখানে কোন চিকিৎসক নেই ।যানা গেছে যাতায়াত সুবিধার কারনে এই উপজেলা সহ পাশ্ববর্তি উপজেলার গোসাইরহাট,ভেদরগঞ্জ অনেক রোগীরা ও আসেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার-নার্স,ওষুধ, খাবার  সহ অন্যান্য চিকিৎস্যা সুবিধা না থাকায় অনেকেই বিপাকে পরেন ।হাসপাতালে টি এইচ সহ ৬জন ডাক্তার কর্মরত  রয়েছে জরুরি চিকিৎস্যা, গাইনী,অ্যানেসথেশিয়া ও মেডেসিন । খাবারের মান নিয়ে রোগী ও স্বজন দের অভিযোগ রয়েছে প্রয়োজনীয় অষুধের মধ্যে হাসপাতাল থেকে দেয়ার ওষুদের পরিমান ও সময় মত সরবারহ না করায় গরিব রোগীর কষ্ট হয় গাইনী কনস্যালটেন্ট  চিকিৎসক সপ্তাহে ২দিন ও আসেন ৩দিন ও আসেন ইচ্ছে মতো  ।হাসপাতাল চত্তরে দালাল চক্র ও অষুধ কম্পানীর প্রতিনিধিদের দৌরাত্ন্যে রোগীও স্বজনদের টানা হ্যাচড়া করেন বিভিন্ন ক্লিনিকে নেবার জন্য। জরুরী বিভাগ ও ওয়ার্ডের টয়লেটের দূর্গন্ধে থাকা যায় না  । হাসপাতালের বিভিন্ন ভবন-কোয়াটার সংলগ্ন ড্রেনও ঝোপ ঝার মসামাছি ভরা।

ডাক্তার -নার্সদের বিরুধে দায়িত্ব পালনের অবহেলার অভিযোগ রয়েছে ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ আলম সিদ্দিকী বলেন প্রতিটা মিটিংই আমি এই হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তোলে ধরেছি ।