January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 10th, 2022, 7:40 pm

সমস্যার মুখোমুখি সেক্রেটারি অভিষেক?

অনলাইন ডেস্ক :

অপেক্ষার পালা শেষ করে ইতোমধ্যে প্রকাশ পেয়েছে জনপ্রিয় বলিউড সিরিজ পঞ্চায়েত টু-র ট্রেলার। সিরিজের সেকেন্ড সিজনে রীতিমতো চমক দেবেন পরিচালক দীপক কুমার মিশ্র। পঞ্চায়েতের নতুন সিজনেও ফুলেরা গ্রামে কীভাবে দিন কাটছে জিতেন্দ্র ওরফে অভিষেকের, তা-ই উঠে আসবে। প্রথম সিজনেই দর্শক জেনে গিয়েছে, কতটা বাধ্য হয়ে ইঞ্জিনিয়ার অভিষেক ফুলেরা গ্রাম পঞ্চায়েতের অফিসে সেক্রেটারি হিসেবে যোগ দিয়েছেন। এদিকে অফিসে যোগ দেওয়ার পর থেকে রোজই অভিষেক নানা সমস্যার মুখোমুখি হন। সমস্যা থেকে কীভাবে তিনি বের হয়ে আসছেন, তা-ই এ সিরিজের বিষয়বস্তু। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘পঞ্চায়েত টু’র প্রথম পোস্টার। প্রথম সিজনের শেষে দেখা গিয়েছিল গ্রামের ট্যাংকের ওপর চড়ে ফুলেরা গ্রামের সৌন্দর্য খোঁজার চেষ্টা করেছিল অভিষেক। সেখানেই হঠাৎ গ্রামের প্রধানের মেয়ের সঙ্গে দেখা হয় অভিষেকের। একনজরেই ভালো লেগে যায় তাকে। এই ভালোলাগা কি প্রেমে পরিণত হবে? নাকি নতুন কোনো সমস্যার মুখে পড়বে অভিষেক! তার উত্তরই পাওয়া যাবে এ সিরিজে। এ ছাড়া ‘পঞ্চায়েত সিজন ২’-তে প্রধান ভূমিকায় রয়েছেন জিতেন্দ্র কুমার। আর তার সঙ্গে অভিনয় করেছেন বিশ্বপতি সরকার, ফয়সাল মালিক, চন্দন রায়সহ আরও অনেকে। দ্বিতীয় সিজনের গল্পটি অভিষেকের সঙ্গে প্রধান, বিকাশ, প্রহ্লাদ এবং মঞ্জু দেবীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় দেখাবে। ফুলেরা গ্রামেই নানা সমস্যার সম্মুখীন হয় এই পঞ্চায়েত দল। এদিকে ২০ মে আমাজন প্রাইম ভিডিওতে ‘পঞ্চায়েত ২’ মুক্তি পাবে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস