December 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 6th, 2025, 7:13 pm

সমাজ থেকে অন্যায় জুলুম দূর করতে হলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দলের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ (অব:) শাহাবুদ্দিন বলেছেন,সমাজ থেকে অন্যায়,অবিচার জুলুম দূর করতে হলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।

গতকাল দুপুর ২ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সারিয়াকান্দি উপজেলা শাখার আয়োজিত পরিবহন শ্রমিক সমাবেশ ও নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন ইসলামী সমাজ ব্যবস্থায় ধনী-দরিদ্র,কৃষক-শ্রমিক সকলের অধিকার সুরক্ষিত হবে।

নির্বাচনী মতবিনিময় সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশন সারিয়াকান্দি উপজেলার সভাপতি মোমিনুর ইসলাম সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বগুড়া শহর শাখার আইন সম্পাদক ছাত্রনেতা এ্যাড.শাহীন মিয়া,সারিয়াকান্দি উপজেলা জামায়াতের আমীর মাও: ইকবাল হোসেন,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি জহুরুল ইসলাম বাদশা,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন উপদেষ্টা ও জামায়াতের সেক্রেটারী কাজী জহুরুল ইসলাম,সিএনজি মালিক শ্রমিক ইউনিয়ন সভাপতি খাইরুল ইসলাম মানিক প্রমুখ। মতবিনিময়ের পর একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী আনোয়ারুল ইসলাম।