August 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 1st, 2025, 5:45 pm

সমাবেশে ছাত্রদের আনতে বিশেষ ট্রেন ভাড়া করেছে ছাত্রদল

আগামী ৩ আগস্ট রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সংগঠনটি। চট্টগ্রাম থেকে ছাত্রদের ঢাকায় আনতে ২০ কোচের একটি বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে এ বিষয়ে ব্যবস্থা নিতে একটি জরুরি তারবার্তায় বিভাগীয় রেলওয়ে ম্যানেজার ঢাকা ও চট্টগ্রামকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলওয়ের পাঠানো তারবার্তায় বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের চাহিদার প্রেক্ষিতে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে পিএইচটি টাইপ কোচ দিয়ে একজোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। ট্রেনে মোট কোচ থাকবে ২০টি। এসব কোচে মোট আসন থাকবে ১ হাজার ১২৬টি।

এতে আরও বলা হয়, ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর একটা ১৫ মিনিটে। সমাবেশ শেষে আবার ওইদিন ঢাকা থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে ট্রেনটি চট্টগ্রাম পৌঁছাবে ৪ আগস্ট রাত ১টায়।

তারবার্তায় আর বলা হয়, বিশেষ ট্রেন পরিচালনার আগে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা চট্টগ্রাম রেলওয়ের বিধি মোতাবেক ভাড়া ও আনুষঙ্গিক সকল চার্জ আদায়ের ব্যবস্থা করবেন। বিভাগীয় পরিবহন কর্মকর্তা, চট্টগ্রাম সময়সূচী অনুযায়ী রেক গঠন ও ট্রেন পরিচালনার ব্যবস্থা করবেন।