অনলাইন ডেস্ক :
দেশীয় নাটকের অঘোষিত রানী মেহজাবীন চৌধুরী। গত কয়েক বছরে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার অভিনীত প্রায় সব নাটকই দর্শক পছন্দের তালিকায় থাকে। সময়ের সঙ্গে নিজেকে ভেঙে-গড়ে পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে জাহির করেছেন তিনি। সম্প্রতি মেহু ঘোষণা দিয়েছেন, এ বছর আর অভিনয় করবেন না। দুই মাসের একটি বিরতি নিচ্ছেন তিনি। এর কারণও অবশ্য ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। এখন থেকে বেছে বেছে ভালো গল্প-চিত্রনাট্যে কাজ করতে চান। আগামী ভ্যালেন্টাইন ঘিরেও তার পরিকল্পনা এমনই। তাই চাচ্ছেন, এই বিরতির সময়ে নিজেকে নতুন ধাঁচের কাজের জন্য প্রস্তুত করতে। এদিকে বুধবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে তিনটি ছবি শেয়ার করেছেন মেহজাবীন। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের তীরে ঢেউয়ের সঙ্গে জলকেলি করছেন তিনি। তার চোখে-মুখে উচ্ছ্বাস। ছবিগুলোর ক্যাপশনে মেহু একটি ইতিবাচক বার্তা দিয়েছেন। ছবিতে তিনি যেই ভঙ্গিমায় রয়েছেন, সেটার ব্যাখ্যা উঠে এসেছে ক্যাপশনে। অভিনেত্রী লিখেছেন, ‘জীবন তোমাকে খুব আঘাত করেছে কিন্তু তোমাকে শান্ত থাকতে হবে।’ ক্যাপশনের তাৎপর্য খুঁজতে গেলে বেরিয়ে আসে একটি প্রশ্ন। মেহজাবীন কি জীবনে আঘাত পেয়েছেন? যে আঘাত ভুলে নিজেকে শান্ত-স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। উত্তরটা রয়ে যায় ধোঁয়াশায়। এমনও হতে পারে, ভক্তদের উপদেশ দেওয়ার জন্যই কথাটি বলেছেন তিনি। ছবিতে মেহজাবীনের পরনে রয়েছে সাদা টপস এবং নীল জিনস। মায়াবী রূপে তাকে দেখে মুগ্ধ নেটিজেনরা। মাত্র ১ ঘণ্টায় তার ওই পোস্টে ৭১ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। এ ছাড়া মন্তব্যের সংখ্যা সাড়ে ৬ হাজারের বেশি। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে বেড়ে ওঠা মেহজাবীন দেশের শোবিজে পা রাখেন ২০০৯ সালে। একটি সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শুরু করেন রঙিন দুনিয়ার পথচলা। এরপর অল্প-বিস্তর কাজ করে আসছিলেন। তবে ২০১৭ সালে ‘বড় ছেল’ নাটকের মাধ্যমে তিনি জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব