January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 20th, 2022, 7:32 pm

সমুদ্র বন্দরে সতর্কতা: বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামানে ঘনীভূত হওয়ায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সতর্ক থাকতে বলা হয়েছে।

শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) থেকে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অফিস এক পূর্বাভাসে বলেছে, ‘লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে স্থায়ী নিম্নচাপে পরিণত হতে পারে এবং উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।’

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগ এবং রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, সিলেট, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও পটুয়াখালী জেলাগুলির ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে,সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

—ইউএনবি