২০২৬ সালের পবিত্র হজ পালনের জন্য সরকারি তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এই প্যাকেজগুলো ঘোষণা করেন।
ঘোষিত সরকারি হজ প্যাকেজগুলো হলো—
প্যাকেজ ০১ (বিশেষ): ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা
প্যাকেজ ০২ (সুলভ): ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা
প্যাকেজ ০৩ (সাশ্রয়ী): ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা
ধর্ম উপদেষ্টা জানান, হজযাত্রীদের সুবিধার্থে এবার বিমান ভাড়া কমানো হয়েছে। গত বছর ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, যা এ বছর কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে অবশ্যই ৫০ বছরের নিচে একজনকে সঙ্গে নিতে হবে। এছাড়া সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরা হজে অংশ নিতে পারবেন না।
বেসরকারি ব্যবস্থাপনাতেও হজ পালনের সুযোগ থাকবে। সেখানে সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। অনুমোদিত এজেন্সিগুলো চাইলে এ প্যাকেজ ছাড়াও অতিরিক্ত আরও দুটি বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। নিবন্ধন কার্যক্রম শুরু হবে ২৭ জুলাই এবং চলবে ১২ অক্টোবর পর্যন্ত।
১২ বছরের ঊর্ধ্বে যারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ, তারাই হজে গমন করতে পারবেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
তারেক রহমানের ‘লিডার আসছে’ পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে রাজধানী
গণতন্ত্রের উত্তরণে বাধা দিতে ‘ভয়ংকর চক্রান্ত’ চলছে: মির্জা ফখরুল
আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই: সিইসি