এসএম শফিকুল ইসলাম, জয়পুরহাট: সরকারি সভাকক্ষে নেতা-কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছার আড়ালে নির্বাচনী প্রচারনা চালানোর অভিযোগ উঠেছে সাবেক ডিসি আব্দুুল বারীর বিরুদ্ধে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আব্দুুল বারী নিজেকে জয়পুরহাট-২ আসনে (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) বিএনপি দলীয় প্রার্থী হয়ে সংসদ নির্বাচন করার ঘোষনা দিয়ে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।
ঈদের পর মঙ্গলবার সকাল ১১টায় ক্ষেতলাল উপজেলা পরিষদের সভাকক্ষে ঈদ শুভেচ্ছার নামে নির্বাচনী প্রচার ও মতবিনিময়ের এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা, ক্ষেতলাল সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিয়র রহমান সহ বিএনপির অন্য নেতা-কর্মীরা।
উপজেলা পরিষদের সরকারি সভাকক্ষ ব্যবহার করে দলীয় কর্মকান্ড পরিচালনা করা কতটা আইনসম্মত জানতে চাইলে আব্দুুল বারী বলেন,ক্ষেতলার উপজেলা বিএনপির স্থানীয় নেতা-কর্মীর সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময়ের জন্য এ আয়োজন করা হয়েছে । আমি সেখানে উপস্থিত হয়ে তাদের সাথে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় করেছি। সেখানে নির্বাচনী প্রচার বা রাজনৈতিক আলোচনা করিনি।
আয়োজন নিয়ে ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, আয়োজনটা করেছেন ডিসি বারী সাহেব। তার আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে ঈদ শুভেচ্ছার পাশাপাশি আসন্ন নির্বাচন নিয়ে সকলের সাথে মতবিনিময় হয়েছে।
ক্ষেতলাল উপজেলা নিবার্হী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, সিনিয়র কর্মকর্তা হিসেবে আব্দুল বারী স্যার আমার অফিস কক্ষে বসার অনুমতি চেয়েছিলেন। আমি তাঁকে সভাকক্ষে বসতে বলেছি। সেখানে নেতা-কর্মী ও জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়ের আয়োজন ছিল। রাজনৈতিক আলোচনা বা নির্বাচনী প্রচারনার কথা বলা হয়নি।
আরও পড়ুন
রংপুরে বিনার আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় চলন্ত ট্রেন আটকে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ
কমলগঞ্জে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষতি