ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে এনএস-ওয়ান (NS-1) পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালগুলোর জরুরি বিভাগ, অন্তঃবিভাগ ও বহির্বিভাগে রেজিস্ট্রেশন করা রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই পরীক্ষা বিনামূল্যে করা যাবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে বলা হয়েছে। ইতিমধ্যে অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রস্তাবে সম্মতি দিয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, বিনামূল্যে এনএস-ওয়ান পরীক্ষা কার্যক্রমের মাধ্যমে দ্রুত ডেঙ্গু শনাক্তকরণে সহায়তা করবে, ফলে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবাও আরও কার্যকর হবে।
এনএনবাংলা/
আরও পড়ুন
চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন: ধসে পড়ল ৮ম তলা, রোবট ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা
২০২৬ সালে রমজান ও ঈদ কবে, জানা গেল
জাতীয় নির্বাচন সামনে রেখে ইসি কর্মকর্তাদের ছুটি বাতিল