January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 26th, 2022, 9:22 pm

সরকারের দেওয়া ‘পদ্মভূষণ’ উপাধি প্রত্যাখ্যান বুদ্ধদেব

অনলাইন ডেস্ক :

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিআই (এম) নেতা বুদ্ধদেব ভট্টাচার্য কেন্দ্রীয় সরকারের দেওয়া ‘পদ্মভূষণ’ উপাধি প্রত্যাখ্যান করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি নিজেই এ কথা জানান।হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এক বিবৃতিতে বুদ্ধদেব ভট্টাচার্য জানিয়েছেন, ‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এ নিয়ে কেউ কিছু বলেনি। আমাকে যদি পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়ে থাকে, তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।’ সিপিআই (এম) এর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, পদ্মভূষণ পুরস্কারের জন্য মনোনীত বুদ্ধদেব ভট্টাচার্য তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। আমাদের কাজ জনগণের জন্য, পুরস্কারের জন্য নয়। গত মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদ্ম পুরস্কারে মনোনীত হওয়া ১২৮ জনের তালিকা প্রকাশ করে। বুদ্ধদেবকে ঐ সম্মান দেওয়া হচ্ছিল ‘সামাজিক ক্ষেত্রে তার অবদান’-এর স্বীকৃতি হিসেবে।