April 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 19th, 2025, 7:42 pm

সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদী দোসর আছে তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখী করতে হবে

জয়পুরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদী দোসর আছে তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখী করতে হবে।এই ফ্যাসীবাদী শাসনামলে ২৬ লক্ষ কোটির অধিক টাকা বিদেশে পাচার হয়েছে, পাচারকৃত টাকা ফেরত আনতে হবে এবং এর সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে আগে স্থানীয় নির্বাচন পরে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আপনারা জানেন সংবিধানে কেউয়ারটেকার সরকার বিধান সংযোজিত ছিল ফ্যাসিবাদের দোসর শেখ হাসিনা কোর্ট কে প্রভাবিত করে, বিচারপতি খায়রুল হককে প্রভাবিত করে ‘র’ এর এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কোর্টের মাধ্যমে বাতিল করে বাংলাদেশের ভোটাধিকারের বিধানকে হরন করার ষড়যন্ত্র করা হয়েছিল। এবার সুযোগ এসেছে আবারো বাংলাদেশের সংবিধানে কেয়ারটেকার সরকার বিধান সংযোজিত হবে।
এদেশের জনগন যদি জামায়াত কে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে মুসলমান নাগরিকদের মতো অমুসলিমরাও সুবিধা পাবে। অমুসলিমরাও ধর্মীয় সুযোগ সুবিধা পাবে। অমুসলিম নারীরাও সুযোগসুবিধা পাবে। নারীরা কলেজ, বিশ্ববিদ্যালয় সবখানে পড়ালেখা করতে পারবে।
শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯ টায় জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, বগুড়া অঞ্চল টীম সদস্য অধ্যাপক আব্দুর রহিম, অধ্যাপক নজরুল ইসলাম, জয়পুরহাট জেলা শাখার সাবেক আমীর মাওলানা আতাউর রহমান, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি হাসিবুল আলম লিটন, রাশেদুল ইসলাম সবুজ প্রমুখ।