পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সরকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নসহ সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। এজন্য নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে।
এছাড়া এ কর্মসূচি নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী।
শনিবার (১৫ জুন) সবুজবাগ বৌদ্ধ মন্দিরে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ৫ নম্বর ওয়ার্ডের ২০০ প্রান্তিক পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, সেলাই মেশিন বিতরণের ফলে অনেক পরিবার উপকৃত হবে এবং তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।
তিনি আরও বলেন, এদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির ব্যবস্থা করা হবে।
এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে আত্মনির্ভরশীল করতে ও তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা হবে বলে জানান পরিবেশমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার লায়ন চিত্তরঞ্জন দাস, স্থানীয় সমাজসেবী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
—–ইউএনবি
আরও পড়ুন
রংপুর নবায়নযোগ্য শক্তির জন্য ঐক্যবদ্ধ: ২০২৫ সালে ১০০% নবায়নযোগ্য শক্তির বাধা অতিক্রম করে
শীতার্ত মানুষের মাঝে রংপুর মহানগর জামায়াতের শীতবস্ত্র বস্ত্র বিতরণ
বিপিএল উপলক্ষে টেলিটকের বিশেষ ডাটা প্যাকেজ চালু