অনলাইন ডেস্ক :
টি-টুয়েন্টি সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলন। মঙ্গলবার স্টেডিয়ামের অ্যাকাডেমিক মাঠে সফরত পাকিস্তান দল অনুশীলন করলেও হঠাৎ করেই বাংলাদেশ দল অনুশীলনরত স্টেডিয়ামের মূল মাঠে প্রবেশ করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। সরফরাজ মাহমুদুল্লাহকে দেখে হাত তুললে মাহমুদুল্লাহ দৌড়ে এসে সরফরাজ আহমেদকে বুকে টেনে নেন। এ দৃশ্য দেখে উপস্থিত সাংবাদিকরা ক্যামেরাবন্দি তা করতে ব্যস্ত হয়ে পড়েন।
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ