অনলাইন ডেস্ক :
টি-টুয়েন্টি সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলন। মঙ্গলবার স্টেডিয়ামের অ্যাকাডেমিক মাঠে সফরত পাকিস্তান দল অনুশীলন করলেও হঠাৎ করেই বাংলাদেশ দল অনুশীলনরত স্টেডিয়ামের মূল মাঠে প্রবেশ করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। সরফরাজ মাহমুদুল্লাহকে দেখে হাত তুললে মাহমুদুল্লাহ দৌড়ে এসে সরফরাজ আহমেদকে বুকে টেনে নেন। এ দৃশ্য দেখে উপস্থিত সাংবাদিকরা ক্যামেরাবন্দি তা করতে ব্যস্ত হয়ে পড়েন।

আরও পড়ুন
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ
নেপালকে উড়িয়ে সেমির দোরগোড়ায় বাংলাদেশ
বাংলাদেশের প্রকৃত নায়ক আমাদের মুক্তিযোদ্ধারা—ফেসবুক পোস্টে তানজিম সাকিব