রাজধানী ঢাকার বাজারে ইলিশের সরবরাহ আগের চেয়ে বেড়েছে। কিন্তু দাম সেই অর্থে কমছে না। তাই ভরা মৌসুমেও তাই ইলিশ খেতে পারছে না মধ্যবিত্ত।
বাজারে সরবরাহ বাড়ায় ছোট-বড় সব সাইজের ইলিশের দাম কেজি প্রতি কমেছে ৩০০ থেকে ৫০০ টাকা। তাতেও ১ কেজি ওজনের ইলিশের দাম ২ হাজার টাকার বেশি। আবার খুচরা বাজারের তুলনায় সুপারশপগুলোতে ইলিশের দাম আরও বেশি রাখা হচ্ছে।
১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২১০০-২২০০ টাকায়। ১ কেজি ২০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০-২৫০০ টাকায়। এর চেয়ে বড় ইলিশ ২৮০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছ ব্যবসায়ীরা জানান, আজ (১৭ আগস্ট) ইলিশের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। ৩ হাজার টাকার ইলিশ আজ ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়ায় ইলিশের দাম কিছুটা কমে এসেছে।
বিক্রেতারা বলছেন, গত সপ্তাহে যেখানে ৩০০০-৩২০০ টাকা ইলিশের কেজি ছিল, এই সপ্তাহে তা কমে ২৪০০-২৬০০ টাকা হয়েছে। এ ছাড়া জাটকা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০০-৮০০ টাকায়।
একজন মাছ ব্যবসায়ী বলেন, বাজারে পর্যাপ্ত ইলিশ রয়েছে। আজ ২১০০ টাকায় ইলিশ বিক্রি হচ্ছে। ছোট ইলিশ ৯০০-১০০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট সাইজের ইলিশের সরবরাহ বেশি, দামও কম। সবাই এসেই পদ্মার ইলিশ চায়। অন্য জেলার তুলনায় চাঁদপুরের ইলিশের দামে একটু বেশি।
এনএনবাংলা/
আরও পড়ুন
অবৈধ অভিবাসন নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক
ক্রিকেট ব্যাটে ৫ হাজার ইয়াবা, কক্সবাজার বিমানবন্দরে আটক ২