অনলাইন ডেস্ক :
অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে আজ শুক্রবার থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। বেনোনিতে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। মূলত ২০২১ সালে করোনার কারণে মাঝপথে স্থগিত হওয়া তিন ম্যাচ সিরিজের বাকী দু’টি ম্যাচে এবার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিলো। দক্ষিণ আফ্রিকায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় প্রথম ওয়ানডের পর সিরিজটি স্থগিত হয়। এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশসহ সাতটি দল। অষ্টম ও শেষ দল হিসেবে লড়াইয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। ১৯ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগে শেষ দুই ম্যাচ জিতলে প্রোটিয়াদের পয়েন্ট হবে ৯৮। তখন বিশ্বকাপে সরাসরি খেলার দৌড় থেকে ছিটকে পড়বে বর্তমানে লড়াইয়ে থাকা শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। ৯৮ পয়েন্ট থাকলেও দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে সরাসরি খেলার আশা ঝুলে থাকবে। কারণ ৯ মে থেকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট সংগ্রহে থাকা আয়ারল্যান্ড। ঐ সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলে দক্ষিণ আফ্রিকার সমান ৯৮ পয়েন্ট হবে আয়ারল্যান্ডের। তখন নেট রান রেটের বিবেচনায় নির্ধারিত হবে অষ্টম ও শেষ দল হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাবে কোন দল। বাংলাদেশের কাছে এক ম্যাচ হারলেই ঐ অবস্থায় বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে প্রোটিয়াদের। পূর্ণ শক্তির দল নিয়েই ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দুই ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। এক সিরিজ পর দলে ফিরেছেন দুই পেসার এনরিচ নর্টি ও কাগিসো রাবাদা। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের সিরিজ খেলা বাকীদেরও দলে রাখা হয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচেই জয়ের ব্যাপারে আশাবাদী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি বলেন, ‘আমরা দুই ম্যাচেই জয়ের ব্যাপারে আশাবাদী। জয়ের জন্য নিজেদের সেরাটা উজাড় করে দিব। দুই ম্যাচ জিতে নিজেদের কাজটা সেড়ে রাখতে চাই আমরা।’ সদ্য জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে নেদারল্যান্ডস। সুপার লিগে ২২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ডাচরা। এখন পর্যন্ত ৫টি ওয়ানডেতে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। এরমধ্যে ৪টিতে জয় পায় প্রোটিয়ারা। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
দক্ষিণ আফ্রিকা দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বির্জন ফোরটুন, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিচ ক্লাসেন, সিসান্ডা মাগালা, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিচ নর্টি, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি এবং রাসি ভ্যান ডার ডুসেন।
নেদারল্যান্ডস দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, মুসা আহমেদ, শারিজ আহমেদ, ওয়েসলি বারেসি, টম কুপার, আরিয়ান দত্ত, ব্র্যান্ডন গ্লোভার, ভিভিয়ান কিংমা, ফ্রেড ক্লাসেন, রায়ান ক্লেইন, বাস ডি লিড, ভ্যান ডার মারউই, পল ভ্যান মিকারেন, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড ও বিক্রমজিৎ সিং।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি