January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 26th, 2023, 8:32 pm

সর্বোচ্চ ক্যাটাগরিতে পিএসএল ড্রাফটে সাকিব

অনলাইন ডেস্ক :

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী আসরের খেলোয়াড়দের নিলাম হতে পারে আগামী ১৪ ডিসেম্বর। তার আগে অবশ্য ড্রাফটে নাম দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পিএসএল কর্তৃপক্ষ। যেখানে সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড় কোটি টাকা। মোট ছয় ক্যাটাগরিতে ৪৯৩ জন বিদেশি ক্রিকেটার নিলামে উঠবেন।

সাকিবসহ বাংলাদেশ থেকে ড্রাফটের জন্য চূড়ান্ত হয়েছেন ২৮ জন। ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, মাহমুদ উল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।

অন্য চার ক্যাটাগরি গোল্ড, সিলভার, ইমার্জিং ও সাপ্লিমেন্টারিতে বাংলাদেশের কারা আছেন, সেই তালিকা প্রকাশ করা হয়নি। পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, পিএসএলের পরবর্তী আসর শুরু হতে পারে আগামী ১৩ ফেব্রুয়ারি। যা শেষ হওয়ার সম্ভাব্য তারিখ আগামী ৩ মার্চ। সাকিব এর আগেও পিএসএল খেলেছেন। ২০১৬, ২০১৭ ও ২০২৩ সালে তাকে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে দেখা যায়। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে এবং পরের দুইবার পেশোয়ার জালমির হয়ে পিএসএলে অংশ নেন টাইগার অলরাউন্ডার।