সারাদেশে পরপর ভূমিকম্প অনুভূত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (২৩ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করেন।
অধ্যক্ষ জানান, ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ বিবেচনায় রেখে সব ধরনের একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। পাশাপাশি ছাত্রদের দ্রুত হল ত্যাগের নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন।
তবে বহু শিক্ষার্থী এখনো হলে অবস্থান করছেন। এ বিষয়ে তিনি বলেন, “দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবেই কলেজ বন্ধ রাখা হয়েছে। হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তবে অনেকেই এখনও হলে আছেন।”
অধ্যক্ষ আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত জানানো হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ভিয়েতনামে বন্যায় মৃত্যু বেড়ে ৯০, নিখোঁজ ১২
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ
ডেঙ্গুতে আরও ৮ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৭৭৮ জন