অনলাইন ডেস্ক :
মডেল-অভিনেত্রী তনামি হক চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করলেও এখন নিয়মিত ছোটপর্দায় কাজ করছেন। ঈদে দেখা যাবে তনামি অভিনীত ‘সাইকোলজি ১০১’, ‘নোয়াখালির জামাই’, ‘প্রেম রোগ কঠিন রোগ’, ‘পিতৃ সত্তা’ নাটকগুলো। ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে ‘ফার্মগেট’, ‘জয় পরাজয়’ ও ‘ভাড়া বাড়ি বাড়াবাড়ি’। ঈদ অনুষ্ঠানমালায় নাটকগুলো বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হওয়ার পর ইউটিউবে অবমুক্ত হবে। এ ছাড়া কয়েকটি মিউজিক ভিডিওতেও দেখা যাবে বলে জানান তিনি। এ প্রসঙ্গে তনামি বলেন, ‘প্রতিটি নাটকেই ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে। নাটকের গল্পগুলো ভালো। আশাকরি, সবার পছন্দ হবে। বেশি দিন হয়নি মিডিয়ায় কাজ করছি। সবসময়ই চেষ্টা করেছি ভিন্ন ধারার কাজ করতে। এত দিনে অনেক কাজ করে রাতারাতি পরিচিতি পেতে পারতাম। তবে কখনোই আমি সস্তা জনপ্রিয়তা চাই না। যা তা কাজ করে সংখ্যা বাড়াতে চাই না। ভালো কাজ অল্প হলেও সেগুলোই দর্শক মনে রাখে।’ তনামি অভিনীত মুক্তির অপেক্ষায় আছে শাহীন সুমন পরিচালিত ‘মাফিয়া’। এই সিনেমাটি আটটি ভাগে একের পর এক মুক্তি দেওয়া হবে।এরই মধ্যে সিনেমাটির প্রথম ভাগ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।বাকি সিকুয়েলের বেশ কয়েকটি ভাগে রয়েছেন তনামি। মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের নিয়ে ‘জননী জন্মভূমি’ শিরোনামের সিনেমায় দেখা যাবে তাকে। এ ছাড়া তনামি অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ও জাকির হোসের রাজুর ‘মনের মতো মানুষ পাইলাম না’।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত