অনলাইন ডেস্ক :
বহুল আলোচিত ও বিতর্কিত ধনকুবের মুসা বিন শমসের স্ত্রীকে নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে এসেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছেলে ও স্ত্রী। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে তিনি ডিবি কার্যালয়ে আসেন তিনি। সাড়ে তিন ঘন্টার বেশি সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) জিজ্ঞাসাবাদ শেষে বের হয়েছেন তিনি।
পুলিশের যুগ্ম-কমিশনার হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেছিলেন, প্রতারক আব্দুল কাদেরের সঙ্গে মুসা বিন শমসেরের বিভিন্ন ব্যবসায়িক সম্পর্কের চুক্তিপত্রসহ নানান তথ্য-উপাত্ত পাওয়া গেছে। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেপ্তারের পর আব্দুল কাদের পুলিশকে জানিয়েছিলেন তিনি মুসার আইন উপদেষ্টা এবং তাকে ২০ কোটি টাকার চেক দিয়েছিলেন মুসা। এছাড়াও মুসার বিভিন্ন সম্পত্তির কাস্টোডিয়ানের দায়িত্বও পালন করেন কাদের বলেছিলেন পুলিশকে। এসব বিষয়ের সত্যতা যাচাইয়ের জন্যই কাদের এবং মুসা বিন শমসেরকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়।
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
ইসলামে সম্মানিত মাস রজব
একই দিনে ৪ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি