অনলাইন ডেস্ক :
কদিন আগে এ মাঠে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল আবাহনীর। ফেডারেশন কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে হেরেছিল তারা। সেই হতাশার পর এবার প্রিমিয়ার লিগে প্রত্যাশিত জয় পেল মারিও লেমোসের দল। শেখ জামাল ধানম-ি ক্লাবকে হারিয়ে লিগে রানার্সআপ হওয়া নিশ্চিত করল আকাশী-নীল জার্সিধারীরা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার ৩-০ গোলে জিতেছে আবাহনী। এলিটা কিংসলে দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন এমেকা ওহবাহ। পরে জালের দেখা পান দেলিয়েল কলিনদ্রেস সোলেরা।
গত মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানের বিপক্ষে জমজমাট লড়াইয়ের পর শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ৪-২ গোলে হারে আবাহনী। তাতে চলতি মৌসুমে শিরোপা জয়ের আশাও শেষ হয়ে যায় মারিও লেমোসের দলের। প্রচন্ড রোদে নাভিশ্বাস ওঠার মতো অবস্থা দুই দলের খেলোয়াড়দের। শুরুর দিকে তাই জমছিল না ম্যাচ। রাফায়েল আগুস্তো না থাকায় মাঝমাঠের নিয়ন্ত্রণ মুঠোয় রাখতে পারছিল না আবাহনী। শেখ জামালের খেলাতেও ছিল না চেনা ধার। তবে ২২তম মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা আচমকাই পেয়ে যায় আবাহনী। কলিনদ্রেসের লং পাস পেয়ে কিংসলে আলতো টোকায় বল জালে জড়ান। গোলরক্ষক মোহাম্মদ নাঈম বুঝেই উঠতে পারেননি কিছু।
৩২তম মিনিটে সুযোগ পায় শেখ জামাল। তবে রায়হানের ক্রসে দূরের পোস্টে থাকা কর্নেলিয়াস স্টুয়ার্ট, ওতাবেক কেউই কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধের যোগ করা সময়ে একক প্রচেষ্টার দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন এমেকা। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা এই ফরোয়ার্ডকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন নাঈম, তাকে কাটিয়ে কিছুটা দুরূহ কোণ থেকে জাল খুঁজে নেন এমেকা। ফেডারেশন কাপের ফাইনালে টাইব্রেকারে লক্ষ্যভেদ ব্যর্থ হয়েছিলেন কলিনদ্রেস। কোস্টা রিকার এই ফরোয়ার্ড দ্বিতীয়ার্ধের শুরুতে পেলেন জালের দেখা। সতীর্থের পাস পেয়ে আলতো সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন তিনি।
৫৮তম মিনিটে বক্সে পায়ের কারিকুরিতে জায়গা করে নিলেও স্টুয়ার্ট শট লক্ষ্যে রাখতে পারেননি। শেখ জামালও পায়নি ঘুরে দাঁড়ানোর উপলক্ষ। লিগ শিরোপা আগেই জিতে নিয়েছে বসুন্ধরা কিংস। আবাহনীর তাই লক্ষ্য ছিল লিগ টেবিলে অন্তত দ্বিতীয় স্থানে থাকা। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তা নিশ্চিত করল লেমোসের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে আবাহনীর কাছে টানা চার ম্যাচ হারল শেখ জামাল। ১৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা। লিগে তাদের ম্যাচ বাকি আছে ৩টি।
আরও পড়ুন
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত