January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 30th, 2022, 1:15 pm

সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কলম্বোতে বিমসটেক সনদ স্বাক্ষরিত

মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের জন্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভের (বিমসটেক) ​​নেতারা বিমসটেক সনদে স্বাক্ষর করেছেন।

বুধবার শ্রীলঙ্কার রাজধানীতে অনুষ্ঠিত পঞ্চম শীর্ষ সম্মেলনে সংস্থার কার্যক্রমকে আরও কাঠামোগত ও নিয়ম ভিত্তিক করতে সনদে স্বাক্ষর করে সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটান, নেপাল, থাইল্যান্ড এবং মিয়ানমারের অন্যান্য বিমসটেক নেতারা ভার্চুয়ালি শ্রীলঙ্কার আয়োজিত শীর্ষ সম্মেলনে যোগ দেন।

ফৌজদারি বিষয়ে পারস্পরিক আইনি সহায়তা সংক্রান্ত বিমসটেক কনভেনশনে বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী, বিচারমন্ত্রী বা তাদের মনোনীতরা স্বাক্ষর করেছেন।

শ্রীলঙ্কার কলম্বোতে বিমসটেক টেকনোলজি ট্রান্সফার ফ্যাসিলিটি (টিটিএফ) প্রতিষ্ঠার বিষয়ে মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন (এমওএ) বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্র মন্ত্রী বা মনোনীত স্বাক্ষরকারীদের দ্বারা স্বাক্ষরিত হয়েছিল।

অন্যদিকে, বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর কূটনৈতিক একাডেমি বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারকে (এমওইউ) পররাষ্ট্রমন্ত্রী বা বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর মনোনীত স্বাক্ষরকারীরা স্বাক্ষর করেছেন।

পরে পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্র গৃহীত হয়।

সকালে ভার্চুয়ালি যোগ দিয়ে শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। বিমসটেকের বিদায়ী চেয়ারম্যান হিসেবে সমাপনী বক্তব্যও দেন তিনি।

এ সম্মেলেন যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

—ইউএনবি