নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই শুক্রবার কাজ শেষে বাসায় ফেরার পথে ইডেন মহিলা কলেজের সামনে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী ও আওয়ামীলীগ সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান শাওন। তার বিদায়ে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে নিঃস্ব হয়ে যায় পাঁচ সদস্যের পরিবারটির।
খোঁজ নিয়ে জানা যায়, মো. শাওন শিকদার। রাজধানী ঢাকায় ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। ১৯ জুলাই শুক্রবার আনুমানিক বিকেল ৫টার দিকে কাজ শেষে আজিমপুরের বাসায় ফিরছিলেন। এ সময়ে ইডেন কলেজের সামনে সরকার সমর্থক ও কোটা বিরোধীদের মধ্যে সংঘর্ষ চলছিল। সরকার সমর্থকরা ছাত্রদের উপর গুলি চালালে পথচারী শাওন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরবর্তীতে অন্য পথচারীরার্ শাওনের মৃতদৃহ ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
শাওন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের বলইকাঠী গ্রামের বাসিন্দা বর্গা চাষি মো. সেলিম শিকদারের বড় ছেলে। তার পরিবারের সব ব্যয়ভার বহন করছিলেনে এই শাওন। গ্রামের বাড়িতে তার আরও তিন ভাই-বোন ও মা-বাবা রয়েছেন। প্রতি মাসে পরিবারের খরচ পাঠাতেন শাওন।
ঘরে বিবাহযোগ্য বোন রয়েছে। মাস শেষে শাওন যে অর্থ পাঠাতো তা দিয়েই তাদের পুরো মাস চলতে হতো। এখন কে পাঠাবে সেই টাকা? কীভাবে চলবে তাদের আগামী দিনগুলো?
আরও পড়ুন
আমরা চাই, ঘোষণাপত্রে মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে: হাসনাত আবদুল্লাহ
আগামী বিজয় দিবস গণহত্যাকারীর শাস্তির রায়ে উদ্যাপন হবে: আসিফ নজরুল
কাল থেকে ঢাকা দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু: উপদেষ্টা