সিলেট অফিস:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বালু-পাথর শ্রমিকরা অন্তত ৪টি গাড়ি ভাঙচুর করেছেন।
মঙ্গলবার(০১জুলাই) বিকেল ৩টার দিকে কোম্পানীগঞ্জ প্রধান সড়কে তারা ভাংচুর চালায়।
এর আগে সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে কর্মবিরতির কর্মসূচি, গণ অনশন ও অবস্থান কর্মসূচি শুরু করে তারা। আন্দোলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার উপজেলার সকল বালু-পাথর শ্রমিকদের নিয়ে সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সামনে কর্মসূচি পালিত হয়। প্রায় ৫ ঘন্টার কর্মসূচি শেষে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সিলেট-কোম্পানীগঞ্জ-টুকেরবাজার সড়কে অবস্থান নেয়। সেখানে একটি পক্ষ লাঠি-সোটা ও দেশীয় অস্র নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন বাস, ২টি প্রাইভেট কার, ২টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেন।
ভাংচুরের পরও আন্দোলনকারীরা সিলেট-কোম্পানীগঞ্জ-টুকেরবাজার সড়কে দীর্ঘ দেড় ঘন্টা অবস্থান নেন।
পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ জনকে আটক করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।
উল্লেখ্য, সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতির কর্মসূচি, গণ অনশন ও অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আজ ২য় দিন মঙ্গলবার (১ জুলাই) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকায় ২য় দিনের মতো গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। সিলেটের সকল পাথর কোয়ারীর ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার ও ট্রাক শ্রমিকদের হয়রানি ও সকল ক্রাশার মালিকদেরকে ব্যবসার সুযোগ এবং বিদ্যুৎ মিটার পূণরায় ফেরত দেওয়ার দাবীতে গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
আরও পড়ুন
মুরাদনগরে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে বিএনপি নেতা কায়কোবাদ
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়: গোলাম পরওয়ার