জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতায় মানুষ নিহত ও আহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন মহাসচিব।
মুখপাত্র বলেন, সহিংসতা বা অতিরিক্ত বলপ্রয়োগ অথবা নির্বিচারে আটক করা থেকে বিরত থাকার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।
এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘আমি মনে করি না, কেউ নির্বাচন নিয়ে আগে ভাগে সিদ্ধান্ত নিতে চায়।’
৩০ অক্টোবর জাতিসংঘে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমি যেমনটা বলেছি, সহিংসতা বিষয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন। আমরা এখনও মনে করি যে নির্বাচনের আগে সমস্ত মানুষের নিজেদের মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা থাকা গুরুত্বপূর্ণ।’
—-ইউএনবি

আরও পড়ুন
ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: মির্জা ফখরুল
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর