January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 17th, 2021, 6:47 pm

‘সাঁতাও’-য়ে ফজলুল হক

অনলাইন ডেস্ক :

অভিনেতা ফজলুল হককে দেখা যাবে এবার খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’-এ। সম্প্রতি ফেসবুক গ্রুপ ও পেজে ছবিটির প্রচারণা শুরু হয়েছে। সাঁতাও-য়ে ‘ফজলু’ নামের চরিত্রে দেখা যাবে তাকে। তার বিপরীতে অভিনয় করেছেন আইনুন পুতুল। ছবির কাহিনি সম্পর্কে ফজলুল হক জানান, এতে কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সার্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠির সুখ-দুঃখ, হাসি-কান্নায় আবর্তিত। তিনি বলেন, ছবিতে কৃষকদের প্রতিনিধিত্ব করেছি আমি। যা করতে গিয়ে আমাকে কোদাল চালানো, ক্ষেতে ফসল কাঁটাও শিখতে হয়েছে। নৌকা বাইচে অংশ নেয়া থেকে শুরু করে বন্যার সময়ে ভ্রমণ করতে হয়েছে। পাশাপাশি রিকশা চালানোও শিখতে হয়েছে। চেষ্টা করেছি প্রান্তিক পর্যায়ে সংগ্রামী মানুষের জীবন ও পরিবেশ অনুভব করতে। ‘সাঁতাও’-এর শুটিং হয়েছে রংপুর, লালমনিরহাটে তিস্তা নদীর পাড়ে। গণ-অর্থায়নে নির্মিত ছবিটির খুব শিগগিরই মুক্তির তারিখ জানানো হবে বলে জানান ফজলুল হক। উল্লেখ্য, পরিচালক খন্দকার সুমনের পরিচালনায় এর আগে স্বল্পদৈর্ঘ্য ‘পৌনঃপুনিক’-এ অভিনয় করেছেন ফজলুল। নন্দিত নির্মাতা তারেক মাসুদের ‘রানওয়ে’ চলচ্চিত্রের ‘রুহুল’- এর চরিত্রে অভিনয় করেছেন। কাজ করেছেন রবি ও বিকাশের বিজ্ঞাপনেও। এছাড়া এই অভিনেতা আবু শাহেদ ইমনের জালালের গল্প, প্রসুন রহমানের ‘ঢাকা ড্রিম’, মৃত্তিকা গুন এর কালো মেঘের ভেলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন।