September 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 31st, 2025, 7:07 pm

সাংবাদিকদের অজ্ঞাতে রেখে কোম্পানীগঞ্জে দরজা বন্ধ করে আইনশৃঙ্খলা কমিটির সভা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

কোম্পানীগঞ্জে সাংবাদিকদের অজ্ঞাতে রেখে  এই প্রথমবারের মতো কোন সাংবাদিক এবং স্থানীয় সাংবাদিক সংগঠের  কোনো প্রতিনিধি ছাড়াই অনুষ্ঠিত হলো উপজেলা আইনশৃঙ্খলা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা।

রোববার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এই বৈঠকে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তবে, সভা শুরুর আগেই কক্ষের দরজা বন্ধ করে দেওয়া হয়। সাংবাদিকদের জন্য প্রবেশের কোনো ব্যবস্থাও রাখা হয়নি। এতে গণমাধ্যমকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।সিনিয়র সাংবাদিকদের  অনেকেই বিষয়টিকে তথ্য গোপনের অপচেষ্টা এবং গণমাধ্যমের প্রতি অবমাননাকর আচরণ হিসেবে দেখছেন।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং পরে কল ব্যাকও করেননি।

ঘটনাটিকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জের সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা বলছেন, প্রশাসনের এমন আচরণ গণতান্ত্রিক মূল্যবোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিপন্থী।