জয়পুরহাট প্রতিনিধিঃ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে মারাত্বকভাবে আহত করার প্রতিবাদে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলার সাংবাদিকরা।
শনিবার (৯ আগষ্ট) দুপুর ১২টায় শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্ত্বরে জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রায় ১শ সাংবাদিক অংশ নেয়।
এসময় জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জয়পুরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি মাশরেকুল আলম, রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম কাদির, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম,যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আব্দুল আলীম, সিনিয়র সাংবাদিক শাহাবুদ্দীন, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, একটা ঘটনার ভিডিও ধারণ করায় শতশত মানুষের সামনে একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হলো। এছাড়া দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে মারাত্বকভাবে আহত করা হয়েছে। কেউ কোন প্রতিবাদ করলো না। আজ সাংবাদিকদের যদি কোন নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে। বিগত বহু বছর ধরে সাংবাদিকদের উপর হামলা ও হত্যার ঘটনা ঘটছে। কিন্তু কোন ঘটনারই বিচার হচ্ছেনা। অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই, সাংবাদিকদের হত্যা ও হামলার বিচার যদি করতে না পারেন, সাংবাদিকদের যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে দেশ থেকে গণমাধ্যম ব্যান করে দেন। সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। দ্রæত বিচার আইনে সাংবাদিক তুহিন হত্যাকারীদের মৃত্যুদÐ নিশ্চিত করতে হবে। না হলে সাংবাদিকরা সমাজ আর ঘরে বসে থাকবেনা। আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এছাড়াও জয়পুরহাটের বিভিন্ন উপজেলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে মারাত্বকভাবে আহত করার প্রতিবাদে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এস এম শফিকুল ইসলাম
জয়পুরহাট।
আরও পড়ুন
কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবিতে ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর আমরণ অনশন
কুলাউড়ায় বিতর্কিত সেই বিএনপি নেতা সাখাওয়াতকে দলীয় পদ থেকে অব্যাহতি
শ্রীমঙ্গলে মন্দিরের চোরাইকৃত মালামালসহ চোর আটক