August 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 10th, 2025, 5:43 pm

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

 

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন সাংবাদিকেরা।

শনিবার (০৯ আগস্ট) সকালে হোসেনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে  দৈনিক দিনকাল প্রতিনিধি রফিকুল ইসলাম,,ইত্তেফাক পত্রিকার প্রদীপ কুমার সরকার,  জনকন্ঠ প্রতিনিধি এসএম তারেক নেওয়াজ,মানবজমিন প্রতিনিধি মিছবাহ উদ্দিন মানিক, আমার দেশ প্রতিনিধি উজ্জল কুমার সরকার, দি নিউ নেশান প্রতিনিধি আশরাফ আহমেদ,আমার সংবাদ প্রতিনিধি সঞ্জিতশীল, মুক্ত খবর ও মুভি বাংলা প্রতিনিধি মাহফুজ রাজা সকালের সময় প্রতিনিধি মিজানুর রহমান,তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান হক মানিক,আমাদের সময় প্রতিনিধি খাইরুল ইসলাম,কালের নতুন সংবাদ প্রতিনিধি সোহেল মিয়া,নওরোজ প্রতিনিধি এসকে শাহীন নবাব,যায় যায় দিন প্রতিনিধি এসএম রিফাত,রুপালী বাংলাদেশ প্রতিনিধি মো. সাগর মিয়া, তৃতীয়মাত্রা হোসেনপুর প্রতিনিধি আশরাফুল ইসলাম ভূইয়া,বাংলাদেশ সমাচার প্রতিনিধি আফজালুর রহমান উজ্জল,দেশ বার্তা প্রতিনিধি জাকারিয়া আলম, আজকালের আলো প্রতিনিধি, মো. আল আমিন, আজকের খবর প্রতিনিধি আকিল উদ্দিন প্রমূখসহ হোসেনপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যান্ত বেদনাদদয়ক। এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। আমরা এ হত্যাকান্ডসহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দ্রুত সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

 

 

আশরাফ আহমেদ

হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি