শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আছাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ আগস্ট ২০২৫ সোমবার সকাল দশটায় শাহজাদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় গণমাধ্যমকর্মীরা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং সারাদেশে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে সরকারের কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান ।বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, সাবেক সভাপতি শ্রী বিমল কুমার কুন্ডু, যুগ্ন সাধারণ সম্পাদক মো : আমিনুল হক প্রমুখ অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন শাহজাদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাসেল সরকার।
এম. রওশন আলম
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি
আরও পড়ুন
তিস্তা নদী রক্ষা আন্দোলন, নদীর তীরে মশাল প্রজ্জ্বলন তিস্তাপাড়ের লক্ষাখিক মানুষের
রংপুর জেলা মটর শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত
সখীপুরে আধুনিক চাষে প্রশিক্ষণ ও ফলদ চারা বিতরণ