November 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 3rd, 2025, 5:18 pm

সাংবাদিক মোদাব্বেরকে বুকে জড়িয়ে ধরে দুঃখ প্রকাশ করলেন সালাম

 

কনুই দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অবশেষে সাংবাদিক মোদাব্বের হোসেনের সঙ্গে দেখা করে তাকে বুকে টেনে নেন। এর আগে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি ফোনে দুঃখ প্রকাশ করেন।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের নিচতলায় মোদাব্বের হোসেনের সঙ্গে সাক্ষাতের সময় আব্দুস সালাম তাকে বুকে টেনে নেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সাংবাদিক।

এর আগে গত শনিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক অনুষ্ঠানের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়িতে ওঠার সময় পাশে থাকা সিনিয়র সাংবাদিক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোদাব্বের হোসেনকে কনুই দিয়ে ধাক্কা দেন আব্দুস সালাম।

রোববার (২ নভেম্বর) ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। অনেকেই মন্তব্য করেন— একজন মুক্তিযোদ্ধা ও সিনিয়র নেতার কাছ থেকে এ ধরনের আচরণ শোভনীয় নয়।

ভিডিওটি ছড়ানোর পর বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

বিষয়টি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই আব্দুস সালাম সাংবাদিক মোদাব্বের হোসেনের সঙ্গে ফোনে কথা বলেন এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

শায়রুল কবির বলেন, সামাজিক মাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ার পর সালাম ভাই সিনিয়র সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনের নিউজ এডিটর মোদ্দাবির ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি নিজেও মোদ্দাবির ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, এত মানুষের ভিড়ে এমনটা হয়ে গেছে।

তিনি আরও বলেন, সালাম ভাই ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেছেন। জবাবে মোদ্দাবির ভাইও বলেন, সিনিয়র নেতৃবৃন্দের উচিত এমন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে আরও সতর্ক থাকা।

এনএনবাংলা/