October 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 21st, 2025, 5:53 pm

সাইকেল থেকে মোটরসাইকেল সখীপুরের যুবকের অভিনব উদ্ভাবন

সখীপুর( টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাই‌লের সখীপুর উপজেলার কচুয়া হাজী চৌরাস্তা গ্রামের তরুণ শাকিল (১৯) তৈরি করেছেন এক অভিনব মোটরসাইকেল। বাইসাইকেলে সংযোজন করেছেন ১৫০ সিসির মোটরসাইকেলের ইঞ্জিন আর তেলের ট্যাংকি বানিয়েছেন দুইটি কোকাকোলার বোতল দিয়ে। চার মাসের পরিশ্রম আর নিজস্ব জমানো টাকায় তিনি এ স্বপ্নের যন্ত্র বাস্তবে রূপ দিয়েছেন।

শাকিল জানান, যন্ত্রপাতি নিয়ে কাজ করার নেশা তার শৈশব থেকেই। সাইকেল স্ট্যান্ড করে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করার মধ্য দিয়েই শুরু হয়েছিল সেই যাত্রা। এবার নিজের কল্পনা ও দক্ষতায় তৈরি মোটরসাইকেল তাকে এনে দিয়েছে চারপাশের মানুষের প্রশংসা। আশ্চর্যের বিষয় হলো, তার বানানো মোটরসাইকেল প্রতি লিটার তেলে চলতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার।

নিজস্ব ডিজাইনে নির্মিত এই মোটরসাইকেলে সামনে রয়েছে অয়েল ব্রেক এবং পিছনে ইঞ্জিন ব্রেকের সুবিধা। ভবিষ্যতে ১০০০ সিসির ইঞ্জিন দিয়ে চার চাকার মোটরবাইক তৈরির পরিকল্পনাও করছেন তিনি। শাকিলের দাবি, সরকারি অর্থ সহায়তা পেলে এই উদ্ভাবনকে আধুনিকায়ন করে রপ্তানির উপযোগী করা সম্ভব।

২০২৩ সালে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন শাকিল। অভাবের কারণে উচ্চশিক্ষায় আর এগোতে পারেননি। তবে থেমে থাকেননি স্বপ্নে। নিজস্ব উদ্যোগে ৬২ হাজার ২০০ টাকা খরচ করে গড়ে তুলেছেন এই ব্যতিক্রমী মোটরসাইকেল।

শাকিলের বাবা দেলোয়ার হোসেন গর্বের সঙ্গে বলেন, “ছেলের এই আবিষ্কার আমাদের পরিবারের জন্য গৌরবের।” স্থানীয়দের মতে, যখন অধিকাংশ তরুণ সময় নষ্ট করছে মোবাইল গেম ও অনলাইন আসক্তিতে, তখন শাকিলের এই উদ্ভাবন নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।

এলাকার বাসিন্দা মোহাম্মদ সানি জানান, “শাকিলের মতো তরুণরা প্রযুক্তিকে হাতিয়ার বানিয়ে দেশকে একদিন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করবে।”

বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের হাত ধরেই হয়তো প্রযুক্তির নতুন যুগের সূচনা ঘটবে—সখীপুরের শাকিল তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।