November 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 18th, 2025, 5:30 pm

সাইফুজ্জামান চৌধুরীর দুই বাংলাদেশি এজেন্ট গ্রেপ্তার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্থপাচার চক্রের সঙ্গে জড়িত অভিযোগে দুজন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন— আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল এবং সম্পত্তি দেখভালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল আজিজ।

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে হাজির করে দুদক তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে বলে সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, উৎপল পাল ছিলেন সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদ অর্জন ও ব্যবস্থাপনার দায়িত্বে। আরামিট পিএলসির কর্মচারী হলেও তিনি ব্যক্তিগতভাবে মন্ত্রীর অর্থপাচার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দুদক তাকে পুরো প্রক্রিয়ার মাস্টারমাইন্ড হিসেবে দেখছে। তার কাছ থেকে জব্দ হওয়া দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে, যা ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে।

অন্যদিকে, আবদুল আজিজ ইম্পেরিয়াল ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের মালিক এবং তিনি দুদকের এজাহারভুক্ত আসামি। তিনি মূলত সম্পত্তি ক্রয়-বিক্রয় ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতেন।

এদিকে, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী, ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানের বিরুদ্ধে অর্ধডজন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে দুদক। প্রায় ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে অর্ধশতাধিক কর্মকর্তাসহ দুদকের মামলা তদন্তাধীন রয়েছে।

আদালতের নির্দেশে ইতোমধ্যে সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর নামে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি বাড়ি, অ্যাপার্টমেন্ট ও জমিসহ অন্যান্য দেশেও থাকা সম্পদ ক্রোক ও ফ্রিজ করা হয়েছে।

এছাড়া গত ৫ মার্চ আদালত তাদের ৩৯টি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দেন, যেখানে প্রায় ৫ কোটি ২৬ লাখ টাকা জমা রয়েছে। একই সঙ্গে সাইফুজ্জামানের ১০২ কোটি টাকার শেয়ার এবং ৯৫৭ বিঘা জমিও জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

অন্য এক আদেশে, ২০২৪ সালের ৭ অক্টোবর আদালত সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।

 

এনএনবাংলা/