December 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 23rd, 2025, 4:23 pm

সাইফের পর সেঞ্চুরি হাতছাড়া করলেন সৌম্য

ছবি: মঈন আহমেদ

 

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে শুরুটা দারুণভাবে করে দেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। দুজনেই খেলেন ঝড়ো ইনিংস, যদিও সেঞ্চুরির দেখা পাননি কেউই।

শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর চড়াও হন সাইফ ও সৌম্য। দুজনের ব্যাটে আসে শতরানের জুটি—যা মিরপুরে দীর্ঘ ১০ বছর পর ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ১০০ রানের উদ্বোধনী পার্টনারশিপ।

সব দল মিলিয়ে ২০১৫ সালের ১১ নভেম্বরের পর মিরপুরে ওয়ানডেতে এটাই সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ওই বছর জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তামিম ইকবাল ও ইমরুল কায়েস গড়েছিলেন ১৪৭ রানের জুটি।

দারুণ ব্যাটিংয়ের দিনে সাইফ ৪৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন, আর সৌম্য ৪৮ বলে নিজের ১৪তম অর্ধশতক স্পর্শ করেন। তবে দলীয় ১৭৬ রানে ভাঙে এই জুটি। ৭২ বলে ৮০ রানের দারুণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন সাইফ। তার বিদায়ের কিছুক্ষণ পরই আউট হন সৌম্য, সেঞ্চুরির মাত্র ৯ রান দূরে থেকে ৮৬ বলে ৯১ রান করে ফিরে যান তিনি।

এনএনবাংলা/