অনলাইন ডেস্ক :
ইসলামাবাদে বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহীনসের মধ্যকার ২য় চারদিনের ম্যাচ গত মঙ্গলবার শুরু হবার কথা থাকলেও প্রথম দুই দিনের খেলা মাঠে গড়ায়নি বৃষ্টিতে। বৃহস্পতিবার ৩য় দিনে এসে হয়েছে টস, পরে হয়েছে খেলাও। টসে জিতে পাকিস্তান শাহীনসের অধিনায়ক কামরান গুলাম ব্যাট করতে পাঠান বাংলাদেশ ‘এ’ দলকে। দিনের খেলা বাংলাদেশ ‘এ’ দল শেষ করেছে ৬ উইকেটে ৩৪৬ রান স্কোরবোর্ডে জমা করে। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে সেঞ্চুরি করেছেন সাইফ হাসান ও জাকের আলি অনিক।
সাইফ হাসান ১১১ রান করে আউট হলেও ১৩৬ রান করে অপরাজিত থাকেন জাকের আলি অনিক। এই দুজনের ৫ম উইকেট জুটিতে আসে ১৩১ রান। মূলত দুই সেঞ্চুরিতেই বড় স্কোর গড়তে সমর্থ হয় বাংলাদেশ ‘এ’ দল। এ ছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৩৯ রান। পাকিস্তান শাহীনসের পক্ষে ২ টি করে উইকেট নেন গুলাম মুদাসসির ও মেহরান মুমতাজ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ প্রথম ইনিংস ৩৪৬-৬ (৯৮ ওভার), জাকের আলি ১৩৬ অপরাজিত, সাইফ হাসান ১১১, মাহিদুল ইসলাম ৩৯, গুলাম মুদাসসির ৫৯/২, মেহরান মুমতাজ ৬৭/২।
আরও পড়ুন
টেস্ট ক্রিকেট: মরণদশা থেকে বাঁচানোর উপায় কী
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?