October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 9th, 2025, 8:18 pm

সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি

 

লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলার পর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদার করেছে।

গত মাসে বেবিচকের ওয়েবসাইটেও সাইবার হামলার চেষ্টা হয়েছে। যদিও এতে বড় ধরনের ক্ষতি হয়নি, তবে কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে অ্যাভিয়েশন ও সংশ্লিষ্ট গোয়েন্দাদের পরামর্শ অনুযায়ী বিমানবন্দরগুলোকে ১০টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনাপত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে। তাই বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। এর জন্য বিশেষভাবে ১০টি নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে: শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ই-মেইল ও লিংক এড়িয়ে চলা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা, মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) ব্যবহার।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো সাইবার নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করতে হবে।

বেবিচক সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর সংস্থাটির প্রধান কার্যালয়ে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে জানানো হয়, লন্ডনের কয়েকটি বিমানবন্দরে হামলার পর ফ্লাইট পরিচালনা বন্ধ করতে হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশও আগাম সতর্কতা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সেইসাথে, বেবিচকের ওয়েবসাইটে সম্প্রতি সাইবার হামলার ঘটনা ও জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির পরামর্শ অনুযায়ী দ্রুত অভিজ্ঞ একটি প্রতিষ্ঠান নিয়োগের সুপারিশ বৈঠকে আলোচনা করা হয়েছে।

এনএনবাংলা/