অনলাইন ডেস্ক :
সময়ের ব্যস্ত অভিনয়শিল্পী তানজিন তিশা ও তৌসিফ মাহবুব। গল্পের প্রয়োজনে বিচিত্র চরিত্রে পর্দায় হাজির হয়েছেন তারা। একসঙ্গে অনেক নাটক-টেলিফিল্মে কাজ করেছেন এই জুটি। আবারো একসঙ্গে কাজ করলেন তিশা-তৌসিফ। ‘সাইলেন্স’ নামে এ নাটক রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক। এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। খুব চেনা গল্পকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন পরিচালক। নাটকের প্রেক্ষাপট নিয়ে রাফাত মজুমদার রিংকু বলেন ‘একটি সম্ভ্রান্ত পরিবারের পুত্রবধূ চাকরি করতে গিয়ে ধর্ষণের শিকার হন। কিন্তু এ ঘটনার পর সেই পরিবার কী পরিস্থিতির মধ্য দিয়ে সময় অতিবাহিত করে এবং তা কাটিয়ে উঠতে কতটা ধকল পার হতে হয়, সেটাই এই গল্পে দেখানো হয়েছে। তৌসিফ ও তিশা দুর্দান্ত অভিনয় করেছেন, যা দর্শকরা দেখার পরই বুঝতে পারবেন।’ নাটকটিতে অভিনয় করে তৃপ্ত তানজিন তিশা। এ অভিনেত্রী বলেন ‘এমন কিছু গল্প বা চরিত্র থাকে যেগুলো করার পর তৃপ্তি পাওয়া যায়। এই কাজটাও ঠিক তেমন। আমার বিশ্বাস, দর্শকরা এটা পছন্দ করবেন।’ তিশার মতো তৌসিফ মাহবুবও একই অভিব্যক্তি প্রকাশ করেছেন। তার ভাষায় ‘কিছু কাজ থাকে যেগুলো করার পর মনের মধ্যে একটা তৃপ্তি আসে। এই নাটকটিও তেমন। যার জন্য সময় নিয়ে ৩ দিন শুটিং করেছি। খুবই চমৎকার একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। আমি তিশাসহ পুরো টিম অনেক এফোর্ট দিয়েছি। কাজটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ এরই মধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত