যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার ভোরে ঢাকার শাহবাগে ভাঙচুরের ঘটনায় জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ৫ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার রাতে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জব্বার বাদী হয়ে মামলাটি করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, মামলায় চারজনের নাম উল্লেখ করা হলেও নাম প্রকাশ করা হয়নি।
তিনি আরও বলেন, মামলায় সরকারি কাজে বাধা দেওয়া, হামলা ও গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) সামনে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশ বহনকারী অ্যাম্বুলেন্সকে ঘিরে জামায়াত-শিবিরের কর্মীরা বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
এ সময় তারা সাঈদীর জানাজা ঢাকায় করার দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
এর আগে সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দেলাওয়ার হোসাইন সাঈদী।
—-ইউএনবি
আরও পড়ুন
মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাবও অবরুদ্ধ
বিদেশ যাওয়ার জন্য আদালতে বসুন্ধরা চেয়ারম্যান, দুদকের নিষেধাজ্ঞা তুলে নিতে আবেদন
সুযোগ পেয়েও হার এড়ানো গেল না প্রোটিয়াদের বিপক্ষে