November 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 19th, 2025, 7:38 pm

সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

ঢাকার অর্থ ঋণ আদালত-৫ এর বিচারক মুজাহিদুর রহমান আজ সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন এবং তার স্ত্রী সুফিয়া আমজাদকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।

এই সিদ্ধান্তটি জনতা ব্যাংকের ৭৫ কোটি ২২ লাখ টাকার খেলাপি ঋণের মামলার প্রেক্ষিতে নেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, সংশ্লিষ্ট সরকারি ও ব্যাংকিং সংস্থাগুলোকে এ আদেশের কপি পাঠানো হবে, যাতে তারা প্রয়োজনে কার্যকর ব্যবস্থা নিতে পারে।

অর্থ ঋণ আদালতের এই কঠোর পদক্ষেপ অর্থনীতির স্বচ্ছতা ও ব্যাংকিং খাতের দায়িত্বশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এনএনবাংলা/