January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 31st, 2022, 7:49 pm

সাউদিকে টপকে সাকিবের পরে রশিদ

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ডের টিম সাউদিকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারে দ্বিতীয়স্থানে উঠেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। গতরাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বল হাতে ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন রশিদ। এই ৩ উইকেট শিকারের মাধ্যমে সাউদিকে টপকে যান রশিদ। ৬৮ ম্যাচে রশিদের উইকেট এখন ১১৫। আর ৯৫ ম্যাচে সাউদির ঝুলিতে আছে ১১৪ উইকেট। টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারের বিশ্ব রেকর্ডটি বাংলাদেশের সাকিব আল হাসানের দখলে। ১০০ ম্যাচে ১২২টি উইকেট নিয়ে শীর্ষে টাইগার অধিনায়ক সাকিব। সাকিবের পর দ্বিতীয় স্থানে আছেন রশিদ।