অনলাইন ডেস্ক :
আইপিএল খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কোয়ারেন্টিন শেষে শনিবার আবুধাবিতে নিজ দল কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। যা নিয়ে উচ্ছ্বসিত ফ্রাঞ্জাইজিটি। শনিবার কেকেআর তাদের অফিসিয়াল ইন্সটাগ্রাম হ্যান্ডেলে সাকিবের ছবি সহকারে একটি পোস্ট করে। ক্যাপশনে বাংলায় লেখা, ‘সাকিবদা এসে গেছেন’। এর কিছুক্ষণ পরই ইন্সটা লাইভে যায় ফ্রাঞ্জাইজিটি। শুরুতেই সাকিবের ব্যাটিং অনুশীলন দেখানো হয়। রোববার সাকিবকে নিয়ে বিশেষ ভিডিও প্রকাশ করেছে কেকেআর। সেটিতে মূলত তার প্রথমদিনের অনুশীলন হাইলাইটস করা হয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। তবে সাকিব একাদশে থাকছেন কিনা, সেটি সময়ই বলে দেবে।
আরও পড়ুন
উইসডেনের বার্ষিক প্রকাশনায় স্থান পেলেন যেসব ক্রিকেটার
হামজাদের হারিয়ে প্রিমিয়ার লিগে পদোন্নতি বার্নলির
নাহিদ রানার ৩ শিকার, জিম্বাবুয়ের ৪ উইকেট নিয়ে লাঞ্চে বাংলাদেশ