January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 23rd, 2023, 8:51 pm

সাকিবের স্বপ্ন এখন বিশ্বকাপ ও এশিয়া কাপ

অনলাইন ডেস্ক :

ক্লান্তি যেন ছুঁতে পারে না বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। গেল মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেই উড়াল দিয়েছিলেন কানাডার উদ্দেশে। সেখানে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সরাসরি যান লঙ্কান প্রিমিয়ার লিগে সেটা শেষ করে আবার পাড়ি জমান দ্বুাইয়ে এক স্বর্ণের দোকার উদ্বোধনের উদ্দেশ্যে। সব শেষ করে গত পরশু দেশে ফিরেছেন টাইগার এই অধিনায়ক। তবে দেশে ফিরেও থেমে নেই। বলা যায় বিশ্রামে থাকতেই পারেন না সাকিব। তবে তা তার কাছে নতুন নয়। জাতীয় দলের খেলা না থাকলে এইটা তার নিত্য রুটিন। মঙ্গলবার সকালে চলে যান সাকিব চলে যান বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের একটি হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে অংশ নেন সাকিব। সকাল ১০টায় হেলিকপ্টারে সেখানে পৌঁছান তিনি। পরে দুপুর সাড়ে ১২টায় হেলিকপ্টারযোগে ফের ঢাকা ফিরে আসেন তিনি।

এখানে এসেও যোগ দিয়েছেন একটি মুঠোফোন কোম্পানির শুটিং। সোমবার ঢাকায় ফিরে গণমাধ্যমের মুখোমুখি না হলেও এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাকিব। বরিশালে তিনি তার বর্তমান চিন্তাভাবনা সম্পর্কে জানান, ‘এখন স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ (জয়)। বাকিটা পরে দেখা যাবে।’ এছাড়া মঙ্গলবার বিকালে ঢাকায় গণমাধ্যমে সাকিব জানান এ ব্যস্ত সূচি তিনি উপভোগ করছেন। বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের এগুলো ম্যানেজ করেই চলতে হয়। যেহেতু সময় এত বেশি নেই। এই অল্প সময়ে সবকিছু ম্যানেজ করার একটা ওয়ে তো বের করাই লাগে। একটু ব্যস্ততা থাকে। কিন্তু ভালোই লাগে ব্যস্ততা।’ এদিকে গত বিশ্বকাপে টাইগারদের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ব্যাট হাতে ৬০৬ রানের সঙ্গে বল হাতে নেন ১০ উইকেট।

এবারের বিশ্বকাপে এমন কিছু পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ওরকম কোনো কিক নেই। শুধু চেষ্টা করতেছি যতটা ফিট থাকা যায়। যেহেতু সামনে আমাদের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বা সিরিজ আছে। প্রচুর খেলা আছে, ইনজুরি হওয়ার সম্ভাবনাটা বেশি।’ এর আগে এদিন বরিশালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘এখানে এসে খুবই ভালো লাগছে। এরকম তো আসলে মানুষের সঙ্গে মেশার সুযোগ হয় না। একটা মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে নিজের খুব ভালো অনুভূতি হচ্ছে।

একই সঙ্গে যেহেতু বরিশালে খুব একটা আসা হয় না, ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচ যেহেতু হয় না। স্বাভাবিকভাবে আসার সম্ভাবনাটা খুবই কম থাকে। এভাবে আসতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি শুধু বরিশাল না, পুরো বাংলাদেশের সবাই আমাদের সবসময় সমর্থন দেয়। বরিশালবাসীও অনেক বেশি সাপোর্ট করবে। সামনে যে বিশ্বকাপ ও এশিয়া কাপ আছে ওখানে আমরা ভালো করব।’

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার থেকেই যোগ দিবে মিরপুরে চলমান এশিয়া কাপ স্কোয়াডের অনুশীলন ক্যাম্পে। দল দেশ ছাড়ার আগে এই ক্যাম্প চলবে ২৫ আগস্ট পর্যন্ত, তাই বলা যায় দলের সঙ্গে অধিনায়ক অনুশীলন করবে মাত্র দুই দিন। পরে ২৬ আগস্ট দল উড়াল দেবে শ্রীলঙ্কায়।