January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 14th, 2025, 6:17 pm

সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত

অনলাইন ডেস্ক:
অনুষ্ঠিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। গতকাল (সোমবার) পাকিস্তানের ঐতিহ্যবাহী লাহোর কেল্লায় বসেছিল খেলোয়াড় কেনাবেচার এই মহাযজ্ঞ। নিজেদের পছন্দমতো দল গঠন করেছে ৬ ফ্র্যাঞ্চাইজি।

টুর্নামেন্টটিতে নাম লিখিয়েছেন বেশ কিছু তারকা ক্রিকেটার। বাংলাদেশ থেকে দল পেয়েছেন তিন ক্রিকেটার রিশাদ হোসেন, নাহিদ রানা ও লিটন দাস।

অবশ্য, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদসহ বাকিদের নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। সিলভার ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার।

রিশাদ ছাড়াও দল পেয়েছেন নাহিদ রানা ও লিটন দাস। গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। তার পারিশ্রমিকের পরিমাণ ৫০ হাজার ডলার। বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাস। তার পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার। এই উইকেটকিপার ব্যাটারকে দলে ভিড়িয়েছে করাচি কিংস।

সরফরাজ আহমেদ, টিম সাউদি, ইহসানউল্লাহ, জেসন রয়, অ্যালেক্স হেলস, মুজিব উর রহমান, অ্যাশটন অ্যাগার, ক্রিস লিন, কুপার কনোলি, ড্যানিয়েল সামস, জেসন বেহরেনডফ, মার্ক স্টেকিটি, ময়েজেস হেনরিক্স, উসমান খাজা, উইলিয়াম সাদারল্যান্ড, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, জো ক্লার্ক, লরি ইভান্স, টাইমাল মিলস, জিমি নিশাম, ইমরান তাহির, রিজা হেন্ড্রিক্স, তাবরেজ শামসি, চারিথ আসালাঙ্কা ও এভিন লুইস।