December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 10th, 2023, 9:28 pm

সাগরের মাঝ থেকে ৪৪ পর্যটককে উদ্ধার

কক্সবাজারে টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘এম ভি গ্রীন লাইন-১’ টেকনাফের শাহপরীর দ্বীপের ডুবোচরে আটকে গেছে।

রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কমান্ডার খন্দকার মুনিফ তৌকি বলেন, ৪৪ জন পর্যটক আটকে পড়ার খবর পেয়ে কোস্ট গার্ড পর্যটকদের উদ্ধার করেছে। তাদের সেন্টমার্টিনে আনা হয়েছে। অনেক পর্যটক আতঙ্কিত ছিল। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পর্যটকরা বলেন, জাহাজটি যখন টেকনাফের শাহপরীর দ্বীপের ডুবোচরে আটকে যায়।

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান বলেন, কোস্ট গার্ডের সহায়তায় আটকে পড়া পর্যটকেরা সেন্টমার্টিনে পৌঁছেছে। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা হয়েছে। তারা সবাই ভালো আছেন।

—-ইউএনবি