কক্সবাজারের টেকনাফে নাফ নদে মাছ ধরার পর ফেরার পথে নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ)।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শাহপরীর দ্বীপ সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া এলাকার নদীপথ থেকে নৌকাটি আটক করে আরাকান আর্মির সদস্যরা। গত দেড় বছর ধরে এলাকাটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
আটক জেলেরা হলেন— শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার নৌকা মালিক আব্দুর রহমান (৩৮), তার ভাই আবুল কালাম (৪০), একই এলাকার শফি আলম (১৯) এবং রোহিঙ্গা জেলে মনির আহমদ।
আরাকান আর্মির নিয়ন্ত্রিত অনলাইন মাধ্যম ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্ক’-এর ওয়েবসাইট ও ফেসবুক পেজে আটক জেলে ও নৌকার ছবি প্রকাশ করে জানানো হয়— বাংলাদেশি জেলেরা জলসীমা লঙ্ঘন করায় তাদের আটক করা হয়েছে।
পোস্টে আরও দাবি করা হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে ১৮৮ জন বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা ফেরত দিয়েছে আরাকান আর্মি। তবে বাংলাদেশের পক্ষ থেকে পারস্পরিক সহযোগিতা ও প্রতিক্রিয়ার অভাবের কারণে এবার আটক জেলেদের আইনের আওতায় আনা হয়েছে বলে উল্লেখ করা হয়।
স্থানীয় জনপ্রতিনিধি আব্দুস সালাম বলেন, “স্থানীয় জেলেদের কাছ থেকে শুনেছি, জালিয়াপাড়ার একটি নৌকাসহ চার জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। বিষয়টি আমরা ইতিমধ্যে প্রশাসনকে জানিয়েছি।
জেলে সমিতির সভাপতি আবদুল গণি জানান, “সোমবার সকালে আব্দুর রহমানের নৌকাটি মাছ ধরতে যায়। বিকেলে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া সংলগ্ন এলাকায় আরাকান আর্মির টহলদল তাদের নৌকাটি ধাওয়া করে আটক করে।
এদিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “ভুক্তভোগী জেলেদের ফেরত আনতে ইতিমধ্যে আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছি এবং বিষয়টি নিয়ে কাজ চলছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ, যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপ
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত প্রায় এক হাজার