রাঙ্গামাটির বাঘাইছড়ির পর্যটন নগরী সাজেকে চাঁদের গাড়ি উল্টে ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। বুধবার সকালে সাজেক ইউনিয়নের বাঘাইহাট-সাজেকের নাঙ্গলমারা (২নং কালবার্ট) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকার কাঁচামাল ব্যবসায়ী ইলিয়াস আলী (৪৫) এবং মাচালং এলাকার অনন্ত ত্রিপুরা (৪০), তিনি পেশায় শ্রমিক।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) নুরুল হক জানান, বুধবার সকালে একটি চাঁদের গাড়ি কলা বোঝাই করে মাচালং বাজার থেকে বাঘাইহাটে যাওয়ার পথে নাঙ্গলমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়েপাহাড়ি খাদে পড়ে যায়। এই ঘটনাস্থলেই দুজন নিহত হন।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি নুরুল হক।
—ইউএনবি
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
ইসলামে সম্মানিত মাস রজব