রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও স্থানীয়রা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। মুহুর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানায়, আগুনে বেশ কয়েকটি রিসোর্ট পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সাজেকে দমকল বাহিনীর কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে।
আরও পড়ুন
পোশাক খাতে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় ক্রেতাদের সঙ্গে দর-কষাকষি করতে হবে: ফয়সাল সামাদ
গুলশানে চাঁদাবাজি, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা অপু গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা