অনলাইন ডেস্ক :
বিশ্বজুড়ে গ্রেটা গারউইগের ‘বারবি’ ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। প্রথম প্রিমিয়ারও মুগ্ধ করেছে দর্শক সমালোচকদের। সামাজিক মাধ্যমে অনেকেই এই সিনেমাকে ‘ক্লাসিক’ বলছেন। নির্বাচিত অতিথিদের নিয়ে প্রিমিয়ারের আয়োজন করেছিল ওয়ার্নার ব্রাদার্স। তারা সামাজিক মাধ্যমে ইতিবাচক রিভিউ দিয়েছেন। চলচ্চিত্র সমালোচকদের অনেকেই মনে করছেন রায়ান গসলিং এই ছবির জন্য অস্কার পাওয়ার যোগ্য। বিনোদন বিষয়ক সাইট কলিডারের চলচ্চিত্র সমালোচক পেরি নেমিরফ টুইটারে বলেন, ‘আমি বারবি দেখেছি! গ্রেটা গারউইগের অভিনয় নৈপুণ্য অবিশ্বাস্য। বিশেষ করে কস্টিউম এবং প্রোডাকশন ডিজাইনের কাজ চমৎকার হয়েছে। যা দেখলে সত্যিকারের বারবি এবং তার পৃথিবীর কথা মনে হয়।’
‘বারবি’ সিনেমার ট্রেলারে দেখা যায়, বারবি মার্গট রবি হঠাৎ বুঝতে পারেন তিনি হিল জুতা ফেলে এসেছেন পৃথিবীতে। সেই জুতা খুঁজতে তিনি পৃথিবীতে আসেন। সেখানে হলিউড তারকা রায়ান গসলিংকে সঙ্গে নিয়ে জুতা খুঁজতে গিয়ে পার্টিতে নাচ-গান এবং খেলাধুলা ও মারামারিতে জড়িয়ে যান তারা। এরপর তাদের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্কও। মার্গট রবি ও রায়ান গসলিং ছাড়াও এই ছবিতে আছেন সংগীত তারকা ডুয়া লিপা এবং হলিউড তারকা ইসা রে। ২১ জুলাই মুক্তি পাবে এই ছবি। সূত্র: হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত