October 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 20th, 2025, 9:32 pm

সাড়ে তিন মাস পর ম্যাচ খেলতে থাইল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল

ছবি: মঈন আহমেদ

 

এশিয়ান কাপ বাছাই পর্বে ঐতিহাসিক জয় পাওয়ার তিন মাসেরও বেশি সময় পর আবারও আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী ২৪ ও ২৭ অক্টোবর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত দুটি ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও থাইল্যান্ড।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় প্রধান কোচ পিটার বাটলার ২৩ সদস্যের দল নিয়ে ঢাকা ছাড়বেন ব্যাংককের উদ্দেশে।

চলতি বছরের ৫ জুলাই মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল লাল-সবুজের মেয়েরা। সেই জয়েই প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপের মূল আসর। বড় টুর্নামেন্টের সেই প্রস্তুতির অংশ হিসেবেই এই প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এর আগে নারী দল চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে তিন সপ্তাহের বিশেষ প্রস্তুতি ক্যাম্প করেছে। ভুটানের লিগে খেলা ঋতুপর্ণা, মনিকা, মারিয়া ও তহুরারাও যোগ দিয়েছেন সেই ক্যাম্পে।

পিটার বাটলার প্রথমে ৪৩ জন ফুটবলারকে ডাকলেও, শেষ পর্যন্ত ২৩ জনকে নিয়ে গঠিত হয়েছে থাইল্যান্ড সফরের স্কোয়াড। জুলাইয়ে মিয়ানমারে ইতিহাস গড়া দল থেকে পরিবর্তন এসেছে মাত্র দুইটি। বাদ পড়েছেন ডিফেন্ডার নীলুফার ইয়াসমিন নীলা ও ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি। তাদের জায়গায় এসেছেন ডিফেন্ডার রুমা আক্তার ও ফরোয়ার্ড সিনহা জাহান শিখা।

বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক: রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রাণী মণ্ডল।

ডিফেন্ডার: নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার, শামসুন্নাহার (সিনিয়র), হালিমা আক্তার, জয়নব বিবি রিতা, শিউলি আজিম।

মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী।

ফরোয়ার্ড: উমেহলা মারমা, শাহেদা আক্তার রিপা, সুলতানা, সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান শিখা।

এনএনবাংলা/